রাতের আঁধারে ফের বড়সড় অগ্নি কাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল তেলিয়ামুড়ার বাজারের একটা অংশ। শনিবার রাতে ঘটে এই ঘটনা। এদিন রাতে আসাম -আগরতলা জাতীয় সড়ক এর পাশেই মোদী দোকানের গোডাউন থেকে আগুনের শিখা দেখতে পায় পথ চলতি মানুষ। সঙ্গে সঙ্গে খবর পেয়েই ছুটে আসে দমকল কর্মীরা। পরে কল্যাণপুর থেকে ও আরেকটি দমকলের গাড়ী আগুন নেবাতে আসে। এরপর দমকল কর্মী এবং স্থানীয় ব্যবসায়ী দের সহযোগিতায় আগুন আয়ত্বে আনতে সক্ষম হয় ।এই অগ্নি সংযোগের উৎসস্থল তেলিয়ামুড়া বাজারের ঘন ব্যবসায়ী প্রতিষ্ঠান গুলির মধ্যে একটি স্থান। যথা সময়ে আগুন নিয়ন্ত্রণে আসার ফলে তেলিয়ামুড়া শহরের একটা বড় অংশ বিশাল ক্ষতির হাত থেকে রক্ষা পায় l তবে অগ্নিকাণ্ডের কারণে যতটা না ব্যবসায়ী দের ক্ষতি হয়, তার থেকে দমকল কর্মীদের ছেটানো জলের কারণে ক্ষতি হয়েছে বেশি। খবর পেয়ে রাতেই তেলিয়ামুড়ার বিধায়ীকা কল্যাণী রায় ঘটনা স্থলে ছুটে যান। সেখানে গিয়ে তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।