বিদেশের মাটিতে দাঁড়িয়েই ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গণতন্ত্র নিয়ে তিনি যে মন্তব্য করেছিলেন, এবার তার যোগ্য জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । রবিবার কর্নাটকে তিনি নাম না করেই আক্রমণ করেন রাহুল গান্ধীকে। তিনি বলেন, “এটা অত্যন্ত দুঃখ জনক যে লন্ডনের মাটিতে দাঁড়িয়ে ভারতীয় গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এই ধরনের মানুষেরা ভগবান বাসবেশ্বর, কর্নাটকের মানুষ ও গোটা দেশের মানুষকে অপমান করছেন। কর্নাটককে এই ধরনের মানুষদের থেকে দূরে থাকতে হবে।”এই বছরের শেষেই কর্নাটকে বিধানসভা নির্বাচন। সেই কারণে আগে থেকেই আট-ঘাট বেঁধে নির্বাচনী প্রচারে নেমেছে বিজেপি। রবিবার প্রধানমন্ত্রী মোদীর সফরও তারই অঙ্গ ছিল। এ দিন প্রধানমন্ত্রী কর্নাটকের হুবলি-দারওয়াদে একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করেন এবং একাধিক নতুন প্রকল্পেরও ঘোষণা করেন। সেখানেই প্রধানমন্ত্রী কংগ্রেস ও রাহুল গান্ধীকে নাম না করেই আক্রমণ করে বলেন, “ভারত শুধুমাত্র বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, গণতন্ত্রের জননীও… এটা অত্যন্ত দুঃখজনক যে লন্ডনে দাঁড়িয়ে ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। কিছু মানুষ ক্রমাগত ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলছেন বলে প্রধানমন্ত্রী জানান।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post দোকানীদের অন্যত্র সরানের ব্যবস্থা করা নিয়ে ট্রাফিকের এসপি, এ এম সি নর্থ জোনের চেয়ারম্যান প্রদীপ চন্দ্র বৈঠক
Next post আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হন।
%d bloggers like this: