শুক্রবার দুপুরে এক যুবককে দেখা যায় চলন্ত গাড়ির উপরে চড়ে যেতে। আবার কেউ বলেছেন সে নাকি অন্য গাড়ির নিচে ঢুকে পড়েছিল। বাঁধা দিতে গেলে মারতেও আসে ওই যুবক। শেষ পর্যন্ত স্থানীয় লোকজন সাহায্যের জন্য ফায়ার সার্ভিসে খবর দেয়। তারা যুবককে হাসপাতালে নিয়ে যেতে চাইলে উল্টো তাদের একজন ফায়ারম্যানের মুখে লাথি দেয় ওই যুবক। তাই শেষে পশ্চিম থানার পুলিশের সাহায্য চাওয়া হয়। পুলিশ আসলে তাদেরও কামড়ে দিতে যায় সে। এই ধস্তাধস্তিতে যুবকের শরীরে যথেষ্ট আঘাত লাগে। কিন্তু সে কোনওভাবেই বাগে আসছিল না। তাই পুলিশ বাধ্য হয়ে দড়ি দিয়ে তাকে কিছুটা সময় বেঁধে রাখে। তাতেও কাজ হয়নি। খুবই জোরপূর্বক তাকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা কেউ বলেছেন সেই যুবক মানসিক ভারসাম্যহীন। আবার কেউ বলেছেন অতিরিক্ত নেশার কারণেই তার এই অবস্থা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post শীলতাহানী করার অপরাধে তিন বছরের জেল হাজত এবং ৫০০০টাকা জরিমানা করল আদালত
Next post গকুলনগর রাস্তার মাথায় রাজকীয় গেইট ও কমলা দেবীর মূর্তি স্থাপনের উদ্যোগ নিলেন বিধায়িকা অন্তরা সরকার
%d bloggers like this: