এডি নগর থানার অন্তর্গত এমবি টিলা গোডাউনের নিচে অজ্ঞাত পরিচয় যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার হয়। যুবকের গলায় টেলিফোনের তার লাগানো ছিল। তাই আশঙ্কা টেলিফোনের তার দিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে খুন করা হয়েছে ! ঘটনাস্থলে আনা হয়নি ফরেন্সিক টিম কিংবা ডগ স্কোয়াড। স্বাভাবিক কারণে প্রশ্ন উঠছে পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে।