ছয় বছরের এক নাবালিকাকে শীলতাহানী করার অপরাধে পঞ্চাশ বছরের আছিব আলীর তিন বছরের জেল হাজত এবং ৫০০০টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের জেল হাজত দিয়েছে বিচারক। ঘটনা ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরে। এব্যাপারে কৈলাসহরের ঊনকোটি জেলা আদালতের সরকারি আইনজীবী সন্দীপ দেবরায় এবং সুনির্মল দেব সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে, ২০২৩সালের বাইশ জুন ভগবান নগর গ্রাম পঞ্চায়েত এলাকার ছয় বছরের এক নাবালিকা তার নিজ বাড়িতে বিদ্যুৎ না থাকায় পাশের বাড়িতে গিয়ে মোবাইল চার্জ করে নিজ বাড়িতে ফেরার পথে পঞ্চাশ বছরের আছিব আলী নাবালিকাকে জোর করে পাশের জংগলে নিয়ে গিয়ে শীলতাহানী করে এবং নাবালিকাটি অজ্ঞান হয়ে পড়েছিলো। পরবর্তী সময়ে নাবালিকাকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসা করানোর জন্য নেওয়া হয়েছিলো এবং একইদিনে অর্থাৎ ২২/০৬/২০২৩ বিকেলে কৈলাসহরের মহিলা থানায় আছিব আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করে নাবালিকার মা। মামলার তদন্তকারী অফিসার ঊষা রানী দেবনাথ ঘটনার পরের দিন দিন পুলিশ আটক করে আছিব আলীকে। পুলিশ মামলায় যে ধারা গুলো প্রয়োগ করেছে সেগুলো হলো 341/323/354(B)of ipc & 8 of posco Act.
তদন্তকারী অফিসার ঊষা রানী দেববাথ মামলার চার্জশিট ২০২৩সালের সাত জুলাই আদালতে জমা দেয় এবং মামলা চলাকালীন আদালতে আছিব আলীর বিরুদ্ধে দশ জন সাক্ষ্য দান করে। দীর্ঘদিন মামলাটি আদালতে চলার পর কৈলাসহরের ঊনকোটি জেলা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অমরেন্দ্র কুমার সিং অভিযুক্ত আছিব আলীকে দোষী সাব্যস্ত করে 341 নং ধারা মূলে আছিব আলীযে এক মাসের জেল এবং ৫০০টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের জেল হাজত দেন। অন্যদিকে,
323 ধারা মূলে আছিব আলীযে এক মাসের জেল এবং ৫০০টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের জেল হাজত দেন। এছাড়াও, 354(B) ধারা মূলে আছিব আলীযে তিন বছরের জেল এবং ৫০০০টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের জেল হাজত দেন বিচারক

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বাংলাদেশের নাগরিক সহ তিন জন ভারতীয় দালাল কে আটক করেছে BSF
Next post শহরের গান্ধীঘাট এলাকায় অর্ধনগ্ন যুবকের তাণ্ডব!
%d bloggers like this: