আজ সাব্রুম শ্রম দপ্তরের অফিস কক্ষে সাব্রুম মহকুমারের যারা নির্মাণ শ্রমিকের ট্রেনিং করেছিল তাদেরকে কাজের সরঞ্জাম প্রদান করা হয় এবং প্রত্যেক নির্মাণ শ্রমিকদের পাঁচ দিনের জন্য ২৫০০ টাকা করে দেওয়া হয়। গত অক্টোবর মাসে সাব্রুম নগর পঞ্চায়েতের শেল্টার হাউজে ৪৭ জন নির্মাণ শ্রমিক পাঁচদিনের একটি প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন। যারা যারা ওই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে শ্রমদপ্তরের পক্ষ থেকে তাদের কাজের সরঞ্জাম প্রদান করা হয়, যেখানে ছিল একটি পাট্টা, একটি স্কেল এবং একটি ব্যাগ ভর্তি অন্য সামগ্রী। আজকে ২৬ জনের হাতে সরঞ্জাম সামগ্রী তুলে দিলেন সাব্রুম মহকুমা শ্রম দপ্তরের আধিকারিক অমিত কর মহাশয়।