রোববার সন্ধ্যা নাগাদ কৈলাসহরের মনু নদীর উপরে শ্রীরামপুর ব্রীজে এক বড় ধরনের দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এই দুর্ঘটনায় গুরুতর জখম দুইজন বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুইজনের অবস্থাই আশংকাজনক বলে জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। সংশ্লিষ্ট এলাকায় তীব্র আতংক বিরাজ করছে। উল্লেখ্য, AS01JC 1965 নম্বরের একটি ট্রাক গাড়ি আগরতলা থেকে আসার সময় ধলাই জেলার মনু এলাকায় একটি দুর্ঘটনা ঘটায়। ট্রাক গাড়ির চালক ঘটনাস্থলে গাড়িটিকে না থামিয়ে আরও জোর গতিতে গাড়িটি চালাতে থাকে। গাড়ির পেছনে মনু এলাকার মানুষ ধাওয়া করতে থাকে। গাড়িটি এতটাই জোর গতিতে ছিলো যে, ধলাই জেলা থেকে ঊনকোটি জেলায় প্রবেশ করে কুমারঘাট থানার সামনের ব্যারিকেড ভেংগে কৈলাসহরে চলে আসে। গাড়ির চালক হতভম্ব হয়ে কৈলাসহরের চন্ডীপুর, ভটেরবাজার এলাকায় গিয়ে চলন্ত অবস্থায় একটি গরুর উপর দিয়ে চলে গিয়ে কোনো কূলকিনারা না পেয়ে ভদ্রপল্লী স্কুল মাঠে গাড়িটিকে ঘুরিয়ে কৈলাসহর শহরে আসার পথে শ্রীরামপুর লোহার ব্রীজের উপর এসে প্রথমে ব্রীজের বাম দিকের রেলিং-এ ধাক্কা দিয়ে ডান দিকের রেলিং-এ ধাক্কা দেয়। ডান দিকের রেলিং-এ ধাক্কা দেওয়ার সময় দুইটি বাইক ছিলো। সেই দুইটি বাইক ট্রাক গাড়ির চাকার নীচে চলে যায়। দুই বাইকের উপর বাইকের মালিক বসে গল্প করছিলো। গাড়ি বেপরোয়া ভাবে আসতে দেখে বাইকের এক মালিক বাইকে রেখে দৌড়ে পালিয়ে গেলেও অপর বাইকের মালিক মনি সিনহা চলন্ত ট্রাক গাড়ির চাকার নীচে পড়ে যায়। এতে মনি সিনহা গুরুতর জখম হয়েছে। সাথে সাথেই দমকল বাহিনীর কর্মীরা এসে গুরুতর জখম মনি সিনহাকে চিকিৎসার জন্য ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে ট্রাক গাড়িটি এতটাই জোর গতিতে ছিলো যে, ট্রাকটি ব্রীজে জোরে ধাক্কা দিয়ে ব্রীজের রেলিং-এ আটকে পড়ে এবং গাড়ির চালক গাড়িতে বেগতিক ভাবে আটকে যায়। গাড়ির স্ট্রিয়ারিং সহ গাড়ির সামনের অংশ গাড়ির চালকের পা সহ চাপা খেয়ে চালক আটকে থাকে। পরবর্তী সময়ে পুলিশ ড্রজার গাড়ি এনে ট্রাকটির সামনের অংশ ভেংগে ট্রাক গাড়ির চালককে উদ্ধার করে চালককে চিকিৎসার জন্য ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে যে, ট্রাক গাড়ির চালক বাপী লোধের বাড়ি আগরতলার আমতলী এলাকায়। ট্রাক গাড়ির চালক বাপী লোধ মদমত্ত ছিলেন।
বাইকের মালিক যদি দৌড়ে পালিয়ে না যেত তাহলে নিশ্চিত মৃত্যু ছিলো বলে নিজেই জানায়

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post চর্চা থাকলেও বিপ্লবের ভাগ্যে জুটল না মন্ত্রিত্ব!
Next post নেশা বিরোধী অভিযানে তেলিয়ামুড়া পুলিশের বিরাট সফলতা! কিন্তু তারপরেও কমছে না নেশা?
%d bloggers like this: