আগামী তেসরা জুলাই সংসদীয় স্ট্যান্ডিং কমিটি আইন কমিশনের প্রতিনিধিদের তলব করেছে। আইন কমিশন কিছুদিন আগেই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সাধারণ নাগরিকদের মতামত জানতে চেয়েছিল। আইন কমিশন কী তথ্য পেল সেটা খতিয়ে দেখতে চায় সংসদ বিষয়ক এবং আইন বিষয়ক স্ট্যান্ডিং কমিটি। শোনা যাচ্ছে, তারপরই চূড়ান্ত করা হবে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া। যা আসন্ন বাদল অধিবেশনেই পেশ করা হতে পারে লোকসভায়। সংসদের বাদল অধিবেশন শুরু হবে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে। এই মুহূর্তে সরকারের যা সাংসদ সংখ্যা, তাতে অন্তত লোকসভায় এই আইন পাশ করাতে বিশেষ বেগ পেতে হবে না মোদি সরকারকে।এনিয়ে বিজেপির বক্তব্য, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে সামাজিক সৌহার্দ্য বজায় থাকবে। লিঙ্গবৈষম্য দূর হবে। মহিলারা শক্তিশালী হবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এর ফলে সংবিধানের মূল ভাবধারা বজায় থাকবে। ‘একটি রাষ্ট্রে দুই প্রধান, দুই নিশান ও দুই বিধান থাকতে পারে না।’ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের এই বাক্য বন্ধ বিজেপির নীতি নির্ধারণে স্পষ্ট।