জায়গা সম্পত্তি সংক্রান্ত ঝামেলার জের ধরে উচ্ছেদের মনোবৃতি নিয়ে গোটা পরিবার’কে পিটিয়ে তক্তা করলো প্রতিবেশী। অবশেষে রক্তারক্তি কাণ্ডের জেরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে প্রকাশ, তেলিয়ামুড়া থানাধীন বালুছড়া এলাকায় জায়গা সম্পত্তি সংক্রান্ত ঝামেলার জেরে তিন(৩) জন আহত হলে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। তেলিয়ামুরা থানাধীন বালুছড়া এলাকায় জায়গা সম্পত্তি সংক্রান্ত ঝামেলার জেরে প্রতিবেশীর আক্রমণের শিকার হন একই পরিবারের মা, পুত্র ও পুত্রবধূ সহ মোট তিনজন। পরবর্তীতে আহতদের এলাকার লোকজন তড়িঘড়ি নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। আহত তিনজনের মধ্যে উত্তম দাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরি কালীন বিভাগে তার প্রাথমিক চিকিৎসার পর তৎক্ষণাৎ তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজধানী আগরতলার জিবি হাসপাতালে রেফার করে দেয়। অপর দুই আহত এর চিকিৎসা হয়েছে তেলিয়ামুড়া হাসপাতালেই।
গোটা ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় এবং এ ব্যাপারে তেলিয়ামুড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগ হাতে পেয়ে ধৃত আক্রমণকারী সুজিত বিশ্বাস’কে আটক করার জন্য পুলিশ ময়দানে নামে।।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post আইনজীবীর গাড়িতে উদ্ধার লক্ষাধিক টাকার গাঁজা
Next post চিকিৎসক সঙ্কটে লাটে উঠেছে স্বাস্থ্য পরিষেবা
%d bloggers like this: