অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে এবং সংগঠনের রাজ্য নেতৃত্বদের আগামী দিনের দিশা দেখাতে এবার রাজ্যে এলেন রাষ্ট্রীয় মহামন্ত্রী ওয়াই শুক্লা। চারদিনের সফরে সোমবার রাজ্যের মাটিতে পা রাখলেন তিনি। আগরতলা বীর বিক্রম মেমোরিয়াল বিমানবন্দরে সংগঠনের রাষ্ট্রীয় মহামন্ত্রী শ্রী শুক্লাকে উষ্ণ অভ্যর্থনা জানান রাজ্য নেতৃত্ব। পরে সংগঠনের কর্মীরা বাইক মিছিলের মধ্য দিয়ে তাকে শহরে নিয়ে আসেন। জানা গেছে চার দিনের রাজ্য সফরকালে তিনি ত্রিপুরেশ্বরী মন্দির সহ রাজ্যের বিভিন্ন এলাকা পরিদর্শন করার পাশাপাশি সাংগঠনিক বিষয় নিয়ে রাজ্য নেতৃত্বদের সাথে বৈঠক করবেন। দীর্ঘদিন বাদে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের রাজ্য সফরকে ঘিরে বিদ্যার্থী পরিষদের রাজ্য নেতৃত্বদের মধ্যে লক্ষ্য করা গেল এদিন ব্যাপক উৎসাহ উদ্দীপনা।