বামপন্থী তিনটি গণসংগঠন সারা ভারত কৃষক সভা ক্ষেতমজুর ইউনিয়ন, ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ মহকুমা কমিটির যৌথ উদ্যোগে ৭ দফা দাবির ভিত্তিতে বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে সাড়া জাগানো মিছিল সংগঠিত করে । শনিবার দুপুর বারটা নাগাদ সিপিআইএম বিলোনীয়া মহকুমা কার্যালয় থেকে মিছিল শুরু হয় মিছিল টি ব্যাংক রোড হয়ে এক নং টিলা সেখান থেকে হাসপাতাল কর্নার ঘুরে পুনরায় থানা চৌমুহনী হয়ে পুরাতন মটরষ্ট্যান্ডে এসে মিলিত হয়। সেখানে হয় পথসভা,পথসভার সভাপতি মন্ডলিতে ছিলেন গনমুক্তি পরিষদের মহকুমা সম্পাদক গোপাল রিয়াং, কৃষক সভার মহকুমা সভাপতি নির্মল ভৌমিক, ক্ষেতমজুর ইউনিয়নের নেতৃত্ব স্বপন বিশ্বাস, এ দিনের পথসভায় জনগনের স্বার্থ সম্বলিত সাত দফা দাবীর উপর বিস্তারিত ভাবে আলোচনা করেন বামপন্হী গনসংগঠন, গনআন্দোলনের নেতৃত্বরা।সাত দফা দাবিগুলো হলো, সরকারিভাবে সার ও কীটনাশকের পর্যাপ্ত ব্যাবস্হা করা জলসেচের সমস্ত আধারগুলিকে সচল ও চালু করতে হবে, কৃষিকাজের সমস্ত বিষয় গুলো ধানকাটা, ধানরোপন,কৃষক দের সমস্ত কাজে রেগা,টুয়েফ,চালু করতে হবে, রেল পরিষেবা, বিলোনীয়া বাংলাদেশ রেল সংযোগ স্হাপন ও সিএনজি স্টেশন স্হাপন করতে হবে,সরকার কে রাবারের সহায়ক মূল্য ঘোষণা করতে হবে, বয়স্ক ভাতা সমেত সামাজিক ভাতা বঞ্চিতদের অবিলম্বে ভাতা প্রদান করতে হবে, এই দাবিগুলি সহ আরো অন্যান্য দাবি নিয়ে মোট সাত দফা দাবির ভিত্তিতে এদিনের মিছেল ও সভা।এদিনের মিছিল,সভায় ছিলেন সারা ভারত কৃষক সভা বিলোনিয়া মহকুমা কমিটি সম্পাদক বাবুল দেবনাথ, কৃষক সভা মহকুমা সভাপতি নির্মল ভৌমিক, ক্ষেত মজুর ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃত্ব তথা বিধায়ক দীপংকর সেন, সিপিআইএম বিলোনিয়া মহকুমা সম্পাদক তাপস দত্ত, জেলা সম্পাদক বাসুদেব মজুমদার,প্রাক্তন বিধায়ক সুধন দাস, বিধায়ক অশোক মিত্র, শ্রমিক নেতা ত্রিলোকেশ সিনহা, নারী নেত্রী বকুল দেবনাথ, জোৎস্না দাস সহ গনসংগঠনের বিভিন্ন নেতৃত্ব কর্মি সমর্থকরা।