ন্যাশন্যাল হেরাল্ড দূর্নীতিতে নাম জড়িয়েছে কংগ্রেস নেতৃত্ব সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর। ২০০০ কোটি টাকা লোট করেছেন তারা। তারই প্রতিবাদে আজ যুব মোর্চা সিপাহীজলা দক্ষিণাংশের উদ্যোগে সোনামুড়াতে এক বিক্ষোভ মিছিল ও সভা সংঘটিত হয়।
বিভিন্ন প্লেকার্ড, বেনার, এবং পতাকায় সজ্জিত মিছিল বের হয় বিজিপি সোনামুড়া মণ্ডল কার্যালয়ের সামনে থেকে বিভিন্ন পথ পরিক্রমা করে পুরাতন মোটরস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অস্থায়ী মঞ্চের সামনে এসে জড়োহয় এক সভায়। এ সভায় উপস্থিত ছিলেন যুব মোর্চার সিপাহীজলা জেলা দক্ষিণ অংশের সভাপতি সুপান্ক সরকার, নলছর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোর বর্মন, বিজেপি সিপাহীজলা দক্ষিণাংশের সভাপতি উত্তম দাস সহ বিভিন্ন মন্ডলের মণ্ডল সভাপতিরা। দিনের এ সভায় ভাষণ রাখতে গিয়ে যুব মোর্চার জেলা সভাপতি শুপাঙ্ক সরকার বলেন কংগ্রেস মানে দুর্নীতি যে পত্রিকা ব্রিটিশদের অপশাসন থেকে লড়াইয়ের সাহস যোগায় ভারতবাসীদের, ভারতের স্বাধীনতা সংগ্রামকে উজ্জীবিত রাখার সাহস যোগাতো সেই পত্রিকার শেয়ার কিনে বিভিন্নভাবে চক্রান্ত করে কংগ্রেস দল দু হাজার কোটি টাকা লুট করেছে এই হেরাল্ড কেলেঙ্কারির মাধ্যমে।
এদিনের এই যুব মোর্চার উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিল এবং সভায় বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।