সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সীমান্তবাসীদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে সিভিক একশন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন ক্রীড়া সহ বিভিন্ন সামগ্রী প্রদান করল বিএসএফ ৮১ নং বাহিনী।মঙ্গলবার বাহিনীর কমান্ডিং অফিসার রাকেশ সিনহার উপস্থিতিতে বাহিনীর লালটিলা বিওপির অন্তর্গত সোনামুড়া মহকুমার নির্ভয় পুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো উক্ত সিভিক অ্যাকশন প্রোগ্রাম। যাতে এলাকার প্রায় 6 জন প্রতিবন্ধীদের ট্রাই সাইকেল সহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী এবং সীমান্ত বাসীদের আত্মনির্ভর হওয়ার ক্ষেত্রে সেলাই মেশিন থেকে শুরু করে কৃষির সরঞ্জাম প্রদান করা হয়। পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এ দিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড রাজেশ লাঙ্গে, লালটিলা বিওপির কোম্পানি কমান্ডার নবজোৎ সিং স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য রা। এদিন সংবাদ প্রতিনিধির ক্যামেরায় অনুষ্ঠানের আয়োজন প্রসঙ্গে বলতে গিয়ে বাহিনীর অফিসার রাকেশ সিনহা বলেন আগামী দিনে যদি কোন ছাত্র-ছাত্রী যদি ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে আসতে চায় তাহলে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করবে বিএসএফ ৮১ নম্বর বাহিনী। তাছাড়া যে সকল ছাত্রছাত্রীরা দারিদ্রতার কারণে লেখাপড়া চালিয়ে যেতে সমস্যা হচ্ছে তাদের জন্য ফ্রি কোচিং-এর ব্যবস্থা করা হবে।