বৃষ্টির জন্য হাহাকার ছিল সোনামুড়া মহকুমার মানুষ , অবশেষে বৃষ্টি আসলো মুষলধারে, গতকাল শুরু করে আজ খুব বৃষ্টি হয়েছে। দেখা গেল গতকাল রাতে সোনামুড়া মহকুমার মেলাঘর থানা দিন মোহনভুক ছন্দুলে বৃষ্টির সঙ্গে বজ্রবৃষ্টি ও তুফান সহ ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে গ্রামের মানুষের বসত ঘর, ও রান্নার ঘরের উপর। তুফানে লন্ডভন্ড করে দেয় মোহনবুক চুন্দল এলাকার আমির হোসেনের বসত ঘর, তার পাশাপাশি রান্নার ঘর। প্রচন্ড তুফানের গতিবেগের মধ্য দিয়ে ঘর থেকে, নিজের স্ত্রী এবং নাবালক ও নাবালিকা ছেলে মেয়েদের নিয়ে কোনরকমে ঘর বের হয়ে অন্য ঘরে আশ্রয় নেন।জানের উপর ক্ষতি না পড়লেও, কিন্তু বিল্ডিং এর বসত ঘর উপরের ছাউনি তুফানের গতিবেগে উড়ে নিয়ে মাটিতে ফেলে দেয়। তার পাশাপাশি ঐ এলাকার আরো অন্যান্য মানুষের বসদ গরু পছন্দ ক্ষতি হয়। গতকালকে তুফানের অভিজ্ঞতা বলতে গিয়ে তুফানে ক্ষতির সম্মুখীন হওয়া আমির হোসেন বলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post চড়িলাম আমতলী ভিলেজের কড়ইমুড়া ভিলেজ এলাকায় গড়িয়া পূজার আয়োজন করেন এলাকাবাসী
Next post সিপাহীজলা যুব মোর্চার তরফে বিক্ষোভ মিছিল ও সভা
%d bloggers like this: