স্কুটি ও বাইসাইকেলের সংঘর্ষে আহত বাইসাইকেল আরোহী। আহতের নাম উদ্ভব পাল। ঘটনা বিশালগড় থানাধীন অফিস টিলা মাতৃপল্লী এলাকায়। জানা গেছে মঙ্গলবার দুপুরে একটি স্কুটি আগরতলা থেকে বিশালগড়ের দিকে আসার সময় পথে অপর দিক থেকে আসা একটি বাইসাইকেলের সাথে সংঘর্ষ ঘটে। এতে বাইসাইকেল আরোহীর একটি পা ভেঙে যায়। পরে ঘটনাস্থলে ছুটে গিয়ে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা আহতকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত উদ্ভব পালের জখম গুরতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তড়িঘড়ি তাকে রাজধানীর জিবি হাসপাতালে রেফার করে দেয়।