আবারও “কৈলাসহর উন্নয়ন মঞ্চের” দাবীকে মান্যতা দিয়ে অল্প কিছুদিনের মধ্যেই কৈলাসহর পুর পরিসদের পক্ষ থেকে পালন করা হবে উন্নয়ন মঞ্চের দুটো দাবী। প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ২৩শে জুন, বৃহস্পতিবার, কৈলাসহর উন্নয়ন মঞ্চের তরফ থেকে কৈলাসহর পুর পরিষদের কার্যনির্বাহী আধিকারিক শ্রী প্রদীপ সরকারের উদ্যশ্যে মূলতঃ দুই দফা দাবি আদায়ে দাবী সনদ প্রদান করা হয়। মূলতঃ কৈলাসহর শহরের সেন্ট্রাল রোডের স্ট্রীট লাইট এবং ভাঙ্গাচোড়া রাস্তাঘাট নিয়ে স্মারকলিপি পেশ করা হয়েছিলো। কৈলাসহর উন্নয়ন মঞ্চ হুমকি দিয়েছিল, যদি ১৫ জুলাইয়ের মধ্যে স্ট্রীট লাইট এবং রাস্তাঘাটের ব্যাপারে কোনও সিদ্ধান্ত না নেওয়া হয় তবে, ১৬ জুলাই, শনিবার সন্ধ্যায় রাজপথের স্ট্রীট লাইটের নীচে মোমবাতি জ্বালিয়ে প্রতীকি আন্দোলন করা হবে । এ ব্যাপারে আমাদের চ্যানেলে নিউজও প্রকাশ হয়েছিলো।
এই স্মারকলিপি পাওয়ার সাথে সাথে মহকুমা শাসক প্রদীপ সরকার সরাসরি মাঠে নামেন। তিনি এক চিঠিতে ( No- F.3(1)/ESTT/KLSMC/2022/470 ) কৈলাসহর উন্নয়ন মঞ্চকে জানান যে, ২৭জুন কৈলাসহর মিউনিসিপাল কাউন্সিলে এ ব্যাপারে এক বর্ধিত আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে শহরের রাজপথের সমস্ত স্ট্রীট লাইটগুলিকে জ্বালানো হবে এবং রাস্তাঘাট সংস্কার করা হবে। তিনি ঐ চিঠিটি কৈলাসহর উন্নয়ন মঞ্চকে কোনো ধরণের আন্দোলন না করার জন্য অনুরোধ করেন। এই চিঠি পাওয়ার পরপরই মঞ্চের আধিকারিকরা আলোচনায় বসেন। ঘটনার মোড় যাতে অন্যদিকে না যায়, সেজন্য কৈলাসহর মিউনিসিপ্যালিটির ভাইস-চেয়ারম্যান শ্রী নিতীশ দে মঞ্চের জনৈক শ্রী অরূপ সাহাকে গতকাল পুরো পরিষদের নিজ কক্ষে ডেকে নিয়ে যান। তিনি অনুরোধ করেন, এই ধরণের কর্মসূচি না নেওয়ার জন্য এবং পুরো পরিষদকে এক সপ্তাহ সময় দেওয়ার জন্য।
কৈলাসহ উন্নয়ন মঞ্চ চিফ এক্সিকিউটিভ অফিসারের এই চিঠি এবং পুরো পরিষদের ভাইস চেয়ারম্যানের আবেদনের সাড়া দিয়ে উনারা প্রতীকি আন্দোলনকে স্থগিত রাখছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে আলো না জ্বললে এবং শহরের ভাঙ্গাচোরা রাস্তাঘাট ঠিক না হলে, মঞ্চ পুনরায় রাস্তায় নেমে শহরবাসীকে সাথে নিয়ে আন্দোলন শুরু করতে পিছপা হবে না, তা বলা বাহুল্য । ফোনে যোগাযোগ করা হলে, কৈলাসহর উন্নয়ন মঞ্চের সহ-সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এবং প্রচার সচিব শ্রী ভাস্কর ঘোষ অধিকারী জানিয়েছেন, পরিস্থিতির দিকে উনারা নজর রাখছেন । স্ট্রীট লাইট এবং রাস্তা মেরামতের ক্ষেত্রে আগামী আড়াইশো ঘন্টা উনারা নজরদারি চালাবেন