একজন প্রাপ্ত বয়স্ক ছেলে এবং একজন প্রাপ্ত বয়স্ক মেয়ে একসাথে কোন হোটেল রুমে থাকলে সেটা আইনত অপরাধ যে নয় তা যেন পাড়ার এই কাকিমা এবং জ্যাঠিমারা ভুলে গেছেন! এই মহীলাদের বক্তব্য কোন হোটেল রুমে একজন ছেলে এবং মেয়ে থাকলে নাকি পাড়ার পরিবেশ নষ্ট হয়! হায়রে সমাজ এ কোন যুগে বসবাস করছি আমরা? একজন ছেলো এবং একজন মেয়ে যদি প্রাপ্ত বয়স্ক হয় এবং তাদের দুজনেরই যদি সম্মতি থকে তাহলে তারা ভারতবর্ষের যেকোনো হোটেলে থাকতে পারে! তাদের কাছে সঠিক পরিচয় পত্র থাকলে তাদের কে একসাথে থাকার জন্য যেকোনো হোটেলে রুম দেওয়া যেতেই পারে। একজন ছেলে এবং একজন মেয়ে যদি একান্তে কিছু সময় কাটাতে চায় তাহলে তারা আইন অনুসারে তাদের প্রাপ্য অধিকারে তারা সেটা করতে পারে! কিন্তু না এই কাকিমা-জ্যাঠিমা এবং সো কল্ড কিছু সচেতন কাকুদের তাতে গায়ে ফোসকা ফুটছে! কেন এইভাবে একজন ছেলে এবং মেয়ে একসাথে একই রুমে থাকবে! শুধু তাই নয় একেবারে হোটেল রুমে ঢুকে তাদের অনুমতি ছাড়াই বিবশ্র অবস্থায় তাদের ভিডিও করছেন এক মাতব্বর যুবক! যে নিজেকে সমাজ সচেতক বলে, অথচ তার নিজেরই নতুন আইন সম্পর্কে ধারনা নেই!
[ ] দেখুন কিভাবে এই সমাজ সচেতকরা হোটেল রুমে জোড় জবরদস্তি ঢুকে বিবশ্র অবস্থায় হোটেল রুমে থাকা যুবক-যুবতীকে হুমকি দিচ্ছে?
এরা প্রত্যেকেই নিজেদের মুর্খ এবং অশিক্ষিত হিসেবে পরিচয় দিয়েছে! বিশেষ করে এলাকার যেসমস্ত মহীলারা ডেপুটেশন দিয়েছেন তাদের কাছে কোনো প্রমান ই নেই যে হোটেল রুমে থাকা ওই যুবক-যুবতী এলাকার পরিবেশ নষ্ট করার কাজে লিপ্ত। উল্টো এই কাকিমারা সুপ্রিম কোর্টের রায় কে অমান্য করে জোড় পূর্বক হোটেল রুমে ঢুকে দাদাগিরি দেখাচ্ছেন! যা তাদের এক্তিয়ারের বাইরে! কোনোভাবেই এনারা এটা করতে পারেন না! শহরের একটি হোটেলের বুকে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে এই কাকিমাদের নিয়ে ছি ছি রব! যেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলে দিচ্ছে সেখানে পাড়ার কাকিমারা নিজেদের আদালতের উপরে ভাবছেন!