গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদারের নেতৃত্বে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৩০০ পেকেটে মোট ৩ কেজি ৪৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।এর সাথে আটক করা হয় বক্সনগরের পিকলু ভৌমিক ও মাহবুল আলম নামে দুই যুবককে। এদিন সকালে জাতীয় সড়কের নাকা পয়েন্টে বহিঃরাজ্য থেকে আসা একটি গাড়ি আটক করে সেই গাড়িতে তল্লাশি চালিয়ে ৩০০ পেকেটে ৩ কেজি ৪৬০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৩ কোটি ৮০ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন ধলাই জেলা পুলিশ সুপার অবিনাশ রায় ও এসডিপিও সুমন মজুমদার।