আগামীকাল পনেরো নভেম্বর জেলা ভিত্তিক জনজাতি গৌরব দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ষব্যাপী অনুষ্ঠানকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা। ঊনকোটি জেলার কুমারঘাটে গীতাঞ্জলি হলঘরে আগামীকাল ১৫ই নভেম্বর থেকে শুরু হচ্ছে জনজাতি গৌরব দিবস উদযাপন। ১৪ নভেম্বর জেলাশাসক অফিসের ভিডিও কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা। সাংবাদিক সম্মেলনে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা। জেলাশাসক দিলীপ কুমার চাকমা জানান, এই অনুস্টানটি শুধুমাত্র একদিনের অনুষ্ঠান নয়, বরং ২০২৫ সালের ১৫ নভেম্বর পর্যন্ত বর্ষব্যাপী চলবে। ঊনকোটি জেলা ছাড়াও সারা দেশের ২৯টি রাজ্যের অন্তর্ভুক্ত ১০০টি জেলায় এই দিবস উদযাপিত হবে এবং ত্রিপুরা রাজ্যের ছয়টি জেলার মধ্যে ঊনকোটি অন্যতম। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস, জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। বিশেষ অতিথিদের পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য আলাদা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে থাকবে পেইন্টিং ডিসপ্লে, স্থানীয় জনজাতি সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে পেইন্টিং ডিসপ্লে আয়োজন করা হবে, যেখানে স্থানীয় শিল্পীরা অংশ নেবেন। এছাড়াও থাকবে রচনা ও কবিতা প্রতিযোগিতা,ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যেখানে রচনা ও কবিতা পাঠের মাধ্যমে জনজাতিদের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হবে। অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করতে জনজাতিদের ঐতিহ্যবাহী খেলাধুলা এবং নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান জেলাশাসক দীলিপ কুমার চাকমা। উদযাপনের উদ্দেশ্য হলো দেশের বিভিন্ন অঞ্চলের জনজাতি সংস্কৃতিকে সম্মান জানানো এবং তাঁদের গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। জনজাতি গৌরব দিবসের মাধ্যমে সমাজে তাঁদের অবদানের কথা তুলে ধরা এবং তাঁদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করা। এই বর্ষব্যাপী উদযাপন একটি উদ্দীপনাময় উৎসবে পরিণত হবে যা ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরার ঊনকোটি জেলার সঙ্গে সারা দেশের জনজাতি সম্প্রদায়ের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের যোগসূত্র স্থাপন করবে

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post সুখবর! কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ডিসেম্বরেই ৭% ডিএ বৃদ্ধি, নতুন বছরে আরও বড় উপহার
Next post আরও এক ‘ভুয়ো’ টিটি আটক পেঁচারথল স্টেশনে !
%d bloggers like this: