২০০০ টাকার নোট প্রত্যাহার করার কথা ঘোষণা করেছে কেন্দ্র। তারপরই সমাজের এক শ্রেণির মানুষের মধ্যে যেন হুলুস্থুল বেধে গিয়েছে। যদিও অনেক আগে থেকেই ২০০০ টাকার নোট ব্যাঙ্ক ও ATM থেকে দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। ফলে অধিকাংশের কাছেই এই গোলাপি নোট নেই। তবে যাঁদের কাছে রয়েছে, তাঁদের অনেকেই টাকা বদল নিয়ে ঘোরতোর চিন্তায় পড়েছেন। আর তাই নোট বদলের বদলে সোনা,রুপো সহ গয়না কেনার দিকেই ঝুঁকছেন তাঁরা। সূত্রের খবর, নোট বদলের বিপরীতে বহু মানুষ সোনা কেনার দিকে ঝুঁকেছেন। আর তার সুযোগ নিচ্ছেন সোনা ব্যবসায়ীরা। নির্দিষ্ট মূল্যের অতিরিক্ত দামে সোনা বিক্রি করছেন তাঁরা। যেমন শনিবার বিকালে মুম্বইয়ের এক প্রখ্যাত সোনার বাজারে ২০০০ টাকার নোটের বিনিময়ে ১০ গ্রাম সোনা বিক্রি হয়েছে ৬৭ হাজার টাকায়। অথচ GST সহ সোনার বাজারদর ৬৩ হাজার ৮০০ টাকা। বাড়তি অর্থ ক্রেতাদের কাছ থেকে প্রিমিয়াম হিসাবে নেওয়া হচ্ছে।

২০০০ টাকার নোট প্রত্যাহার করার ঘোষণার সঙ্গে সঙ্গে কিছু মানুষ হঠাৎ করেই সোনার দোকানে ভিড় জমিয়েছেন। তার ফলেই ব্যবসায়ীরা অতিরিক্ত দাম নিচ্ছেন। যদিও ২০০০ টাকার নোটের বদলে সেনা কিনলে ক্রেতাদের প্যান নম্বর সহ বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে বলে জানিয়য়েছেন All India Gem And Jewellery Domestic Council চেয়ারম্যান সাইয়াম মেহরা। ফলে আগামী কয়েক দিনের মধ্যে এই ভিড় এবং সোনার অতিরিক্ত দাম কমে যাবে বলে মনে করা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post নমোর পা স্পর্শ করে ‘বিশেষ অভ্যর্থনা’-নিউ গিনির প্রধানমন্ত্রী
Next post বাইক চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ
%d bloggers like this: