
রাজ্য সরকারের ক্রমাগত প্রয়াসে রাজ্যের প্রত্যন্ত এলাকার যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এসেছে।এই ধারাবাহিকতা বজায় রাখতে ফটিকরায়বাসীর দীর্ঘ দিনের দাবিকে সম্মান জানিয়ে ফটিকরায় ইন্দিরা কলোনী থেকে সায়দাবাড়ী পর্যন্ত মনু নদীর উপর ২ কোটি ৮২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত আর.সি.সি ফুট ব্রিজের শুভ শিলান্যাস করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অমলেন্দু দাস, আর ডি এক্সিউটিভ ইঞ্জিনিয়ার, প্রধান সহ অন্যান্য অতিথিরা।এই ব্রিজ নির্মাণের ফলে দুই এলাকার জনগণের সুসম্পর্কের পাশাপাশি বানিজ্যিক ক্ষেত্রে এলাকার সাধারণ কৃষিজীবী মানুষ অনেক বেশী উপকৃত হবে বলে জানান তিনি।
