গোপন খবরের ভিত্তিতে চুরাইবাড়ি থানার ওসি ধ্রুবজ্যোতি দেববর্মা ও সেকেন্ড ওসি হরেন্দ্র দেববর্মার নেতৃত্বে ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর নাকা পয়েন্টে তল্লাশি চালায়। তল্লাশি চলাকালীন একটি লরি থেকে পঁয়ত্রিশ প্যাকেটে ৩০৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ।সাথে আটক করা হয় লরির চালক মফিজুল হক পিতা সফিউল হককে।তার বাড়ি অসমের ধুবুরি জেলার জগরাপাড়া এলাকায়।এদিকে মহাকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা জানিয়েছেন, উদ্ধারকৃত গাঁজার কালোবাজারি মূল আনুমানিক পঁয়ত্রিশ লক্ষ টাকা।এই গাঁজা গুলি লরির কেভিনে গোপন চেম্বারে করে আগরতলা থেকে গৌহাটির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।বর্তমানে গাঁজা সহ লরি ও চালক চুরাইবাড়ি থানার হেফাজতে রয়েছে।স্হানীয় থানার পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে।বুধবার ধৃত চালককে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post কমলাসাগরে রক্ত দিলেন ৬০ জন
Next post উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে আটক তিন রোহিঙ্গা নাগরিক। আটক এই তিনজনই যুবক।
%d bloggers like this: