মূল্যবৃদ্ধি ও বেকারত্বের প্রতিবাদ। ৫ অগস্ট দেশজুড়ে আন্দোলনে নামছে কংগ্রেস। রাজধানী দিল্লিতে ‘রাষ্ট্রপতি ভবন চলো’ এবং ‘প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও’ কর্মসূচি রয়েছে তাদের। কাকতালীয়ভাবে দিল্লিতে ওইদিন যখন কংগ্রেস নেতারা আন্দোলন করবেন, তখন রাজধানীতে থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ও বেকারত্ব নিয়ে মোদী সরকারকে লাগাতার আক্রমণ করে চলেছে কংগ্রেস নেতৃত্ব। সংসদ ও সংসদের বাইরে তারা সরব হয়েছে। এবার ৫ অগস্টের আন্দোলন দেশের কোণায় কোণায় পৌঁছানোর উদ্যোগ নিয়েছে কংগ্রেস। সেজন্য গ্রাম স্তরের জনপ্রতিনিধিদেরও ওইদিন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিয়েছে দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post অসংখ্য গ্রাহকেরা বিদ্যুৎ ব্যবহার করে বিদ্যুৎ-এর বিল পরিশোধ করছে না
Next post বুস্টার ডোজ় নিলেই পাওয়া যাচ্ছে ফ্রি ছোলে ভাটুরে, জানেন কোথায়?
%d bloggers like this: