বিজেপি দলের পক্ষ থেকে সারাদেশে বিজেপি দলের কার্যকর্তাদের সাথে নিয়ে চলেছে কার্যকরিনী বৈঠক। দেশের পর এবার গোটা রাজ্যেও চলছে কার্যকরিনী বৈঠক। মহাকুমা ভিত্তিক কার্যকরিনী বৈঠকের পর রবিবার প্রত্যেক মন্ডলের পক্ষ থেকে চলছে কার্যকরিনী বৈঠক। ৮ নং টাউন বোর্দোয়ালী কেন্দ্রেও কার্যকরিনী বৈঠক অনুষ্ঠিত হয় রবিবার। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন ৮ নং টাউন বোর্দোয়ালী কেন্দ্রের বিধায়ক তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ডল সভাপতি সঞ্জয় সাহা এবং ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্য নেতৃত্বরা। বক্তব্য রাখতে গিয়ে ডক্টর মানিক সাহা বলেন রাজের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হচ্ছে এবং আগামী দিনে আরও কি কাজ করা যায় সে বিষয়ে আলোচনা হবে।