৮ নভেম্বর বিশ্ব রেডিওগ্রাফি দিবস। রেন্টজেনের এক্সরে এই দিনটিতেই আবিষ্কার হয়েছিল। রেন্টজেন আবিষ্কারের পর থেকেই রেডিওগ্রাফাররা এবং রেডিওলজিস্টরা আহত বা অসুস্থ ব্যক্তিদের দেহের সন্ধানের জন্য এক্সরে এবং নতুন ধরনের মেডিকেল ইমেজিং যেমন চৌম্বকীয় অনুকরণ চিত্র তথা এমআরআই এবং কম্পিউটারাইজ টমোগ্রাফি তথা সিটি স্ক্যান ব্যবহার করেছেন। ১৮৮৫ সালে ৮ ই নভেম্বর জার্মান পদার্থ বিজ্ঞানের অধ্যাপক উইল হেলম রেন্টজেন দুর্ঘটনাক্রমে সত্যিই এর উদ্ভাসিত আবিষ্কার করেছিলেন। যার ব্যবহার আজও চিকিৎসা বিজ্ঞানে অবিচল। তাই এই দিবসটি পালনের গুরুত্ব রয়েছে অনেক। প্রতি বছরই গোটা বিশ্বজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি পালন করে থাকেন চিকিৎসা পরিষেবার সাথে যুক্তকর্মীরা। এবারও যেন তার ব্যতিক্রম নয়। বিশ্বের নানা প্রান্তের সাথে সঙ্গতি রেখে রাজ্যেও মঙ্গলবার পালিত হয় বিশ্ব রেডিওগ্রাফি দিবস। এদিন সকালে আগরতলায় দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় এক সচেতনতামূলক পদযাত্রা। রেডিও গ্রাফারস অ্যাট দ্য ফরিফ্রন্ট অফ পেশেন্ট সেফটি , এই থিমকে সামনে রেখে ইন্ডিয়ান সোসাইটি অফ রেডিওগ্রাফারস এন্ড টেকনোলজিস্টস ত্রিপুরা শাখার উদ্যোগে আয়োজিত এই পদযাত্রা আগরতলার রবীন্দ্রশতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এতে অংশ নেন স্বাস্থ্যপরিসেবার সাথে যুক্ত কর্মীরা।