পশ্চিম লক্ষীবিল এলাকায় অঙ্গনওয়াড়ি সেন্টারে দুই দুইটি তালা ভেঙ্গে গ্যাসের সিলিন্ডার চুরি!!জানা যায় গতকাল রাতে বিশালগড় থানাধীন পশ্চিম লক্ষীবিল এলাকায় অঙ্গনওয়াড়ি সেন্টারে দুই দুইটি তালা ভেঙ্গে গ্যাসের সিলিন্ডার চুরি করে নিয়ে যায় চোরের দল। পরবর্তী সময়ে বৃহস্পতিবার সকালে সেন্টারের কর্মীরা খবর পেয়ে সেন্টারে এসে দেখতে পান এই ঘটনা জানানো হয় থানায়। চোরের হাত থেকে রেহাই পায়নি অঙ্গনওয়াড়ি সেন্টার ও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৃহস্পতিবার সকালে মৈত্রী শীল বিশ্বাস জানান এই ঘটনা। তিনি জানান এই প্রথম এই সেন্টারে ঘটলো এই চুরির ঘটনা। এখন দেখার বিষয় প্রশাসন চোরকে ধরতে কি ব্যবস্থা গ্রহণ করে। সেই দিকে তাকিয়ে রয়েছে পশ্চিম লক্ষীবিল এলাকার জনগন।