রাজ্যের ত্রয়োদশ বিধানসভায়এবার ব্যতিক্রমী , বিরোধী দলনেতার আসন দখল করেছে আঞ্চলিক রাজনৈতিক দল তিপ্রামথার অনিমেষ দেববর্মা | বিধানসভার দ্বিতীয় বেলায় অনিমেষ দেববর্মা প্রথমেই শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন রাজ্য বিধানসভার নবনির্বাচিত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে | তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিপরিষদের সমস্ত সদস্য ও শাসক বিরোধী সকল অংশের বিধায়কদের শুভেচ্ছা জানিয়েছেন | এদিন বিধানসভার প্রথম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বলেন, সরকারের পাশে থেকেই আমরা জনগণের উন্নয়নমূলক সমস্ত কাজে সহযোগিতা করব তবে জনস্বার্থ বিরোধী সরকারের সমস্ত কাজের সমালোচনা ও আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য সচেষ্ট থাকব | সরকারি উন্নয়ন কাজে কখনোই বাধা হয়ে দাঁড়াব না | অনিমেষ দেববর্মা এদিন ২০০৩ বিধানসভার চিত্র তুলে ধরে তৎকালীন বিরোধী দলনেতা রতন লাল নাথ ও বিধায়ক বিশ্ববন্ধু সেনের ভুয়সি প্রশংসা করেছেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বাম গ্রেসের ২৭ আসনের হিসেবে জল ঢেলে দিল তিপ্রা মথা |
Next post সাংসদ পদ খারিজ হল রাহুল গান্ধীর।
%d bloggers like this: