মৌসম ভবন সূত্রে খবর, মধ্যপ্রদেশের উত্তর-পশ্চিমে ও দক্ষিণ তামিলনাড়ু থেকে তেলেঙ্গানার বিস্তীর্ণ এলাকায় দুটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। যার ফলে ঘূর্ণিঝড়ের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া বিহারের উত্তর-পূর্বাঞ্চল থেকে ঝাড়খণ্ড হয়ে ওড়িশা পর্যন্ত আরও একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে বলে বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট জানিয়েছে। তার ফলেই আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রার পারদ কমবে বলে আবহবিদরা জানিয়েছেন।শনিবার দিল্লি ও সংলগ্ন অঞ্চলের তাপমাত্রা উঠেছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কোটায়। পশ্চিম হিমালয়ান অঞ্চল ছাড়া দেশের বিস্তীর্ণ অঞ্চলে এদিন গড় তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিম হিমালয়ান অঞ্চলে এদিনের তাপমাত্রা ১৬ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড হয়েছে। তবে এদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার এবং ওড়িশায় তাপপ্রবাহ পরিস্থিতি গত কয়েকদিনের তুলনায় অনেকটাই কম ছিল। আগামী ৫ দিন তাপপ্রবাহ থাকবে না বলেও আশার কথা শুনিয়েছে মৌসম ভবন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ফের ইতিহাস গড়ল ইসরো। দুটি কৃত্রিম উপগ্রহকে সফলভাবে পৃথিবীর কক্ষপথে পাঠাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।
Next post অক্ষয় তৃতীয়া উৎসব l উপলক্ষে প্রতি বছরের মত এবছরও রাজধানীর লক্ষী নারায়ণ বাড়ি এবং বনমালিপুরস্থিত রামঠাকুর আশ্রমে সকাল থেকে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে।
%d bloggers like this: