বলতে গেলে তা আগে থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল। বিশ্বমঞ্চে শুধুমাত্র আনু্ষ্ঠানিক ঘোষণা বাকি ছিল । সোমবার সকালে সেই স্বপ্ন পূরণ হয়ে গেল। ইতিহাস গড়ল। অস্কারের মঞ্চে ছড়িয়ে পড়ল ভারতের এক আঞ্চলিক গানের সুর। সেরা ‘অরিজিনাল সং’য়ের শিরোপা জিতল দক্ষিণী ছবি RRR-এর বহু জনপ্রিয় গান ‘নাতু নাতু’ ! আর এই জয়ে উচ্ছ্বসিত গোটা ভারত। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে অস্কার জয়ের উদযাপন।এদিন টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও । আর তিন লাইনের সেই টুইটেই প্রকাশ পেয়েছে প্রধানমন্ত্রীর আন্তরিক আবেগ। প্রধানমন্ত্রীর টুইট, ”ব্যতিক্রম! ‘নাতু নাতু’ গানটির জনপ্রিয়তা এবার বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল। এটা এমন একটা গান, যা বহু বহু বছর ধরে মানুষের মনে থেকে যাবে। এমএম কিরাবাণী এবং গোটা টিমকে অভিনন্দন এত বড় সম্মাণীয় পুরস্কার জেতার জন্য।” এছাড়াও ‘বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্ম’-এর শিরোপা প্রাপ্ত ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’কেও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই ছবিটি তৈরি করেছেন ভারতীয় বংশোদ্ভূত কার্তিকী গঞ্জালভেস। সেই অর্থে এই পুরস্কারও ভারতেরই ঝুলিতে