“অল ত্রিপুরা ম্যানুফ্যাকচারার এসোসিয়েশন”নামে একটি সংগঠন সোমবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে । এই সংগঠনের মূল উদ্দেশ্য হল রাজ্যে শিল্পের অগ্রগতি, বিভিন্ন শিল্প তৈরীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ লাইসেন্সে পাওয়ার ক্ষেত্রে সহায়তা, নতুন শিল্প স্থাপনের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সাবসিডি’র ক্ষেত্রে সহায়তা করা প্রভৃতি ।এদিন সাংবাদিক সম্মেলনে সংগঠন আহ্বায়ক কমিটি গঠন করে ও সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে । আগামী জুন মাসে সংগঠনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সাংবাদিক সম্মেলনে একথা জানায় সংগঠনের কর্মকর্তারা। পাশাপাশি অল ত্রিপুরা ম্যানুফ্যাকচারার এসোসিয়েশন রাজ্যের সমস্ত ছোট, বড়, মাঝারি শিল্প উদ্যোগীদের সংগঠনে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানায় কর্মকর্তারা।