অসহায় মহিলার বসত ঘর ভেঙ্গে দিল রাতের আধারে দুষ্কৃতিকারীরা
বৃহস্পতিবার রাত্রি দশটায় হঠাৎ করে কিছু দুষ্কৃতিকারী অসহায় এক মহিলার রান্নাঘর এবং বাড়ির গেইট বেড়া ভেঙ্গে দেয়। ঘটনা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ননজলা এলাকায়। অসহায় মহিলার নাম ফাতেমা বেগম স্বামীর নাম মৃত সহিদ মিয়া। ফাতেমা বেগম ঘরের মধ্যে বসে যখন টিভি দেখছিলেন হঠাৎ করে কিছু দুষ্কৃতিকারী আক্রমণ করে মহিলার রান্নাঘরে এবং বাড়ির গেইটের বেড়া। হঠাৎ করে মহিলা চিৎকার জুড়ে দিলে পার্শ্ববর্তী এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। এই ঘটনায় হতবাক ননজলা এলাকার মানুষ। মহিলা অত্যন্ত দরিদ্র। মহিলার স্বামী ও নেই। মহিলার কোন শত্রু নেই এলাকায়। হঠাৎ করে কে বা কাহারা এই ঘটনা করে পালিয়ে যায় মহিলা কিছুই বুঝে উঠতে পারছিল না