রাজধানীর শিশু বিহার স্কুলের ছাত্রী অস্মিতা দেবকে আর্থিক সাহায্য করেছে শিশু বিহার এলামনি এসোসিয়েশন । প্রসঙ্গত শিশু বিহারের মেধাবী ছাত্রী অস্মিতা দেবের বাবা দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত। অস্মিতা এন এম এম এস এ চতুর্থ স্থান দখল করেছিল।অস্মিতার বাবা একমাত্র ব্যক্তি যে পরিবার জিবিকা নির্বাহ করতেন বাড়িতে প্রাইভেট টিউশানের মাধ্যমে। অস্মিতা দেবের পরিবারের এই অবস্থার কথা জানতে পেরে শিশু বিহার এলামনি এসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে তার পাশে দাড়ানোর। । দেশের এবং বিশ্বের বিভিন্ন জায়গায় বসবাসরত শিশু বিহারের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা তার সাহায্যে এগিয়ে এসেছে। শিশু বিহার এলামনি এসোসিয়েশন সকলের সহযোগিতায় ১লক্ষ ৫২ হাজার ৮০২ টাকার চেক তুলে দিয়েছে আস্মিতার হাতে।