গাঁজা পাচারের নতুন কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হলো না। আইনজীবীদের ব্যবহৃত স্টিকার লাগানো গাড়িতে উদ্ধার ১৭৫ কেজি গাঁজা। তবে গাড়িতে কাউকে পাওয়া যায়নি। কারণ গাড়িটি আগরতলা থেকে আসামের উদ্দেশ্যে যাওয়ার পথে কুমারঘাট ৯১ মাইল এলাকায় আটক করার চেষ্টা করে ট্রাফিক পুলিশ। কুমারঘাট ট্রাফিক ইউনিটের কর্মীদের সিগন্যাল অমান্য করে পালিয়ে যায়। পরে পেঁচারথল থানার পুলিশ গাড়িটির পেছনে ধাওয়া করে পংছড়া এলাকায় আটক করে। গাড়িতে থাকা গাঁজা পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়
।