রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর থেকে প্রতিনিয়ত সাধারণ মানুষের বাড়ি-ঘরে হামলা করছে দুষ্কৃতীরা।ভোট গ্রহনের পরও রাজ্য জুড়ে রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার রাতে বিশালগড় মহকুমার ঘনিয়ামাড়া, এন সি নগরে দুষ্কৃতিকারীরা সাধারন মানুষ সহ সি পি আই এম দলের কর্মী থেকে শুরু করে দলের সমর্থকদের বাড়ি ঘরে হামলা সংগঠিত করে। শনিবার রাজনৈতিক সন্ত্রাস জনিত ঘটনায় আক্রান্তদের পাশে এসে দাঁড়ালেন বিরোধী দলনেতা মানিক সরকার, নারায়ন কর, মানিক দে সহ পার্টির নেতৃবৃন্দরা । দলের নেতৃত্বরা আক্রান্তদের বাড়ি ঘরে এসে এদের খোঁজ খবর নেয়। এদিন বিরোধী দলনেতা মানিক সরকার প্রথমে বিশালগড় মহকুমার বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করেন। তারপর সেখান থেকে রানীবাজার এলাকায় বেশ কয়েকটি বাড়ি পরিদর্শন করেন মানিক সরকার । সকলের পাশে থাকার বার্তা দেন তিনি।