১৯৯৯ এর ডিসেম্বরে রাইয়াবাড়িতে এনএলএফটি সন্ত্রাসবাদী গোষ্ঠীর নৃশংস হামলার ঘটনায় এম.সি.রায় কমিশনের তদন্ত ও প্রস্তাবিত সুপারিশ অনুসারে আক্রান্ত ভিটা মাটি থেকে উচ্ছেদ হওয়া অউপজাতি মুসলিম পরিবারগুলিকে সরকার ২০০৩, ২০০৪ সালে খাস ভূমির অভাবে অলিখিতভাবে সংরক্ষিত বনভূমিতে পুনর্বাসন দেয়। অথচ ২০১৯ সালে পুনর্বাসন প্রাপ্তদের বেগদখলে থাকা এই বনভূমি স্থানীয় জনজাতিদের অবৈধভাবে কমিউনিটি পাড়া দেওয়া হয়। এই অজুহাতে পরিকল্পিতভাবে ৭টি অউপজাতি মুসলিম পরিবারকে গত ২৫ মে, ২০২৩ ইং বন দপ্তর ও রাষ্ট্রশক্তি বুলডোজার দিয়ে নির্দয়ভাবে আবার উচ্ছেদ করেছে। যা অনৈতিক, অমানবিক ও বেআইনী। তাই তাঁদের ন্যায়বিচার দিতে উপযুক্ত ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুনর্বাসন সাপেক্ষে তাঁদের জোর পূর্বক উচ্ছেদ করার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। গৃহহীন, সর্বহারা ক্ষতিগ্রস্ত এই ৭টি পরিবারের সব সদস্যদের ভরণপোষণ ও জীবন সম্পত্তির নিরাপত্তা বিধান করতে হবে। তার ন্যয় বিচারের দাবি জানান রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে রবিবার আগরতলার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে সি পি আই এম এল।