আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পশ্চিম জোন অনূর্ধ্ব ১৭ মহিলা আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২২-২০২৩” আয়োজন করতে চলছে।আর এই টুর্নামেন্টকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন এম.বি.বি স্টেডিয়ামের ক্লাব হাউসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অংশগ্রহণ কারী ৬টি ক্রিকেট দলকে সম্পূর্ণ ক্রিকেট গিয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন TCA সভাপতি তপন কুমার লোধ, সচিব তাপস ঘোষ, সহ-সভাপতি তিমির চন্দ, যুগ্ম সচিব জয়ন্ত দে সহ অন্যান্যরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post আবারো শ্রমজীবী মানুষদের জীবন জিবিকার স্বার্থে সরব হল সিট্যু।
Next post মঙ্গলবার কেরল রাজ্যে ভয়াবহ দুর্ঘটনা শিকার হল একটি যাত্রীবাহী বাস । এদিন সবরীমালা মন্দিরে তীর্থ করে ফেরার পথে ৬৮ জন তীর্থযাত্রী নিয়ে খাদে পড়ে গেল একটি বাস।
%d bloggers like this: