আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পশ্চিম জোন অনূর্ধ্ব ১৭ মহিলা আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২২-২০২৩” আয়োজন করতে চলছে।আর এই টুর্নামেন্টকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন এম.বি.বি স্টেডিয়ামের ক্লাব হাউসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অংশগ্রহণ কারী ৬টি ক্রিকেট দলকে সম্পূর্ণ ক্রিকেট গিয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন TCA সভাপতি তপন কুমার লোধ, সচিব তাপস ঘোষ, সহ-সভাপতি তিমির চন্দ, যুগ্ম সচিব জয়ন্ত দে সহ অন্যান্যরা।