মঙ্গলবার থেকে সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশন । ২০২৪-র লোকসভা ভোটের আগে এটাই নরেন্দ্র মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। এদিন সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । পয়লা ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । এবারও কাগজ বিহীন বাজেট পেশ করবেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, এবারের বাজেট অধিবেশন উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির অভিযোগ থেকে শুরু করে ২০২২-র গুজরাট হিংসার উপর তৈরি ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি-র তথ্যচিত্র । একাধিক ইস্যুতে মোদী সরকারকে বাজেট অধিবেশনে নিশানা করতে পারে বিরোধীরা। এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের।এবারের বাজেট অধিবেশনে অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট পেশ করবে সরকার। অর্থ মন্ত্রক সূত্রে খবর, এবারের বাজেট অধিবেশনে মোট ৩৬টি বিল আনার পরিকল্পনা রয়েছে সরকারের। এর মধ্যে চারটি বিল অর্থনীতি সংক্রান্ত হতে পারে বলে খবর পাওয়া গিয়েছে।প্রসঙ্গত, বাজেট অধিবেশন শুরুর আগে সোমবার কেন্দ্রের তরফে সর্বদল বৈঠক করা হয়েছিল। সেখানেই একাধিক ইস্যুতে সরব হয় বিরোধীরা।