আগামী ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ ইংরেজি, শনিবার, রাজ্যে বসছে এবছরের তৃতীয় জাতীয় লোক আদালত। ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে সরকারি ছুটির দিনে এই লোক আদালত বসবে। মোট ৫১ টি বেঞ্চে ২৩,৯৯৪ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত ৩.৯২০ টি বিষয় এবং আদালতে বিচারাধীন ২০,০৭৪ টি মামলা রয়েছে। জাতীয় লোকআদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ৩৭০ টি, ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৩,২০৫ টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের (এমবি অ্যাক্ট, টিপি অ্যাক্ট, টিজি অ্যাক্ট, এক্সাইস অ্যাক্ট) ১৭,৭৭৭ টি মামলা, বৈবাহিক বিরোধের ২৮৬ টি মামলা চেক বাউন্স সংক্রান্ত ১৬০১ টি মামলা, চাকরি সংক্রান্ত বিষয় ১১টি এবং দেওয়ানি সংক্রান্ত ১৬ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এরমধ্যে ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ বসবে। এই বেঞ্চে ৩১ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। আগরতলা আদালত চত্বরে লোক আদালতে সবচেয়ে বেশি ১১টি বেঞ্চ বসবে। ইতিমধ্যে মামলার পক্ষ-বিপক্ষ/উভয়পক্ষকে নোটিস দেওয়া হয়েছে। লোক আদালতে নোটিশপ্রাপ্ত ব্যক্তিরা গত ৬ আগস্ট থেকে সংশ্লিষ্ট জেলা আইনসেবা কর্তৃপক্ষ ও মহকুমা আইনি সেবা কর্তৃপক্ষের অফিসে যোগাযোগ করে মামলার প্রি-কনসিলিয়েশন বা নিষ্পত্তির সুবিধা নিচ্ছেন। লোক আদালতে নোটিসপ্রাপ্ত হয়ে আসা লোকজনদের সাহায্য করবেন প্যারা লিগ্যাল ভলান্টিয়াররা। দ্রুত ও বিনা আইনি খরচে সংশ্লিস্ট সবাইকে মামলা নিষ্পত্তির সুবিধা নিতে ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য-সচিব শ্রীমতি ঝুমা দত্ত চৌধুরী আবেদন করেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post চলন্ত গাড়িতে কলেজ ছাত্রীর শ্লীলতাহানি, রামধোলাই খেলো বাস কন্টেকটার
Next post বিদ্যুৎ দপ্তরের দায়িত্ব জ্ঞানহীনতায় উজাড় বিশালগড় গোলাঘাটি সড়ক!
%d bloggers like this: