ভোররাতে দুষ্কৃতিকারীরা আগুন দিয়ে পুড়িয়ে দিল গাড়ি | ঘটনা তেলিয়ামুড়া থানাধীন নেতাজিনগর এলাকায় মঙ্গলবার ভোররাতে | জানা গেছে, প্রতিদিনের মতো নেতাজিনগর এলাকার বাসিন্দা লিটন গোপ নেতাজিনগর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় তার গাড়িটি রেখে বাড়িতে চলে যায়। রাত আনুমানিক সাড়ে তিনটে নাগাদ লিটন গোপের কাছে খবর যায় কে বা কাহারা তার গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। এই খবর শুনতে পেয়ে তড়িঘড়ি করে সে ঘটনাস্থলে পৌঁছায় এবং খবর দেওয়া হয় তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের। কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। কিন্তু, এর মধ্যেই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি।