দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল।রবিবার বিকেলে স্নান যাত্রার মধ্যে দিয়ে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা বাড়িতে খার্চি পূজার সূচনা করা হল।তবে সোমবার থেকে ধর্মীয় রীতি নীতি মেনে সূচনা হল ঐতিয্যবাহী খারচি পূজা ও মেলার । মেলা চলবে সাত দিন ব্যাপী। চৌদ্দ দেবতা অর্থাৎ হর বা শিব , উমা বা দুর্গা, হরি, লক্ষ্মী, সরস্বতী, কুমার বা কার্তিক, গণেশ, ব্রহ্মা, পৃথিবী, সমুদ্র, গঙ্গা, অগ্নি, কামদেব, হিমাদ্রি দেবতাকে পূজা করা হয়। এই পুজোর পুরোহিতকে চন্তাই বলা হয়।এদিন চতুর্দশ দেবতা বাড়ি প্রাঙ্গনে এই মেলা ও উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। খারচি পুজার উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক রতন চক্রবর্তী ও আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ আরও অনেকে। এবছরের মেলার থিম নির্ধারণ করা হয়েছে নেশা মুক্ত ত্রিপুরা।মেলার প্রথম দিন সকাল থেকেই মন্দিরে দর্শনার্থীদের দীর্ঘ লাইন দেখা যায় পুজা দেওয়ার জন্য। শুধু মন্দির প্রাঙ্গনে নয়, মেলা প্রাঙ্গনেও ভিড় পরিলক্ষিত হয়। সাত দিন ব্যাপী এই খারচি মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত ও বহিঃ রাজ্য থেকে সাধু সন্তরা এসে এখানে একত্রিত হয়। প্রতিবছরই এই চিত্র লক্ষ্য করা যায় মেলা প্রাঙ্গনে।আজ খারচি পুজার প্রথম দিন হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে মেলা প্রাঙ্গনে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post বাউন্ডারির চাপায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন শিক্ষক !
Next post সোমবার অনুষ্ঠিত হলো আর্ট সোসাইটির বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান
%d bloggers like this: