আগাম ঘোষনা অনুসারে শুক্রবার থেকে শুরু হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তথা সি বি এস সি বোর্ড পরিচালিত এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এদিন পরীক্ষা শুরু হয় সকাল সাড়ে ১০টা থেকে। তা চলে দুপুর দেড়টা পর্যন্ত। গোটা দেশের সঙ্গে আগরতলার বিভিন্ন স্কুলেও পরীক্ষা সেন্টার করা হয়েছে। এই বছর মোট ৩৮ লক্ষ ছাত্র-ছাত্রী সি বি এস সি বোর্ড পরীক্ষায় অংশ গ্রহণ করছে। এরমধ্যে মাধ্যমিক পরীক্ষার্থী ২১,৮৬,৯৪০ জন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ১৬, ৯৬, ৭৭০ জন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা রুখতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।