৬ই এপ্রিল বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস। এবছর দলের ৪৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এদিন দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণে বিরোধীদের নিশানা করেন মোদী। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। এই সময়ে, দল কেন্দ্রীয় সরকারের জারি করা কল্যাণমূলক প্রকল্প সংক্রান্ত তথ্য জনগণের কাছে পৌঁছে দেবে। প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘মানুষ ইতিমধ্যেই বলতে শুরু করেছে যে ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপিকে কেউ হারাতে পারবে না। এটা সত্যিই আমাদের শুধু নির্বাচনে জেতার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। কোটি মানুষের মন জয় করতে হবে। পাশাপাশি তিনি বলেন, ‘বিজেপি তুষ্টির রাজনীতি করে না। কিছু রাজনৈতিক দল এখনও ব্রিটিশ মানসিকতা থেকে বের হতে পারছে না। বিজেপি দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে। বিরোধী দলগুলি পূর্ণ শক্তি দিয়ে আমাদের বিরোধিতা করেছে। দেশের গরিব ও যুবকরাই বিজেপির শক্তি’ বলে প্রধানমন্ত্রী জানান। মোদী এদিন ভাষণে বলেন, ২০১৪ সালের পর থেকে ভারতে উন্নয়নের যাত্রা অব্যাহত রয়েছে। বিজেপি ৩৭০ ধারার প্রতিশ্রুতি পূরণ করেছে, বিরোধীরা যেটা এখনও হজম করতে পারেনি। তারা মিথ্যার উপর মিথ্যা কথা বলছে’। প্রধানমন্ত্রী বলেন, “রাজনীতির আগে দেশের জনগণ। আজ ভারত বজরঙ্গবলীর শক্তিতে এগিয়ে যাচ্ছে। বিজেপির কর্মীরা শুধুমাত্র সেবা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সবার সহযোগিতা, সবার উন্নয়ন এবং সবার বিশ্বাস নিয়ে সবার প্রচেষ্টাই আমাদের মূল মন্ত্র”। মোদী আরও বলেন, “আমি সেই মহান ব্যক্তিত্বদের কাছে মাথা নত করছি যারা এই দলটিকে গড়ে তুলতে এবং বৃদ্ধি করতে রক্ত দিয়েছেন।