২০২০ সালে মূল্যবৃদ্ধি নিয়ে সি আই টি ইউ ডাকে প্যারাডাইস চৌমুহনীতে প্রতিবাদ সভা করেছিলেন। পুলিশ থেকে আগাম অনুমতি নিয়ে এই প্রতিবাদ সভাতে শামিল হয়েছিলেন সি আই টি ইউ। তখন আগরতলায় ১৪৪ ধারা মোতায়ন ছিল। এ ১৪৪ ধারা অমান্য করে citu সভা করেছিলেন, তাই পুলিশ সিআইটিও নেতাদের বিরুদ্ধে মামলা করেছিলেন। তাদের মধ্যে রয়েছে প্রাক্তন মন্ত্রী সিআইটি ও নেতা মানিক দে, প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত, পবিত্র কর সহ ৮জন নেতৃত্ব। তাদের মধ্যে পবিত্র কর ও প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত সহ ৭ জন নেতা আগে জামিন নিয়েছিল কোর্ট থেকে, প্রাক্তন মন্ত্রী মানিক দে বিশেষ কাজে রাজ্যের বাইরে থাকায় আজ জামিন নিয়েছেন কোট ত্থেকে। কি অন্যান্য নেতৃত্বরা আজ হাজিরা দিয়েছেন আদালতে।