আদালত চত্বরে গ্রেনেড উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য উদয়পুর। বৃহস্পতিবার গোমতি জেলা দায়ীরা জজের আদালত চত্বরে আবর্জনা স্তূপে একটি গ্রেনেড দেখতে পায় স্থানীয়রা। আর এই খবর ছড়িয়ে পড়তেই জনমনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জেলা পুলিশ সুপার অভিজিৎ প্রতাপ সিং, মহকুমা পুলিশ আধিকারিক নিরূপণ দত্ত, রাধা কিশোর পুর থানার ওসি বাবুল দাস সহ বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে জেলা পুলিশ সুপারের নির্দেশে গোটা এলাকাটি জনসাধারণের জন্য নিষিদ্ধ করে পুলিশি নিরাপত্তায় রাখা হয়। খবর দেওয়া হয় বোম স্কর্ট বাহিনীর কর্মীদের। বোম স্কর্ট বাহিনীর কর্মীরা এসে গোটা বিষয়টি পর্যবেক্ষণ করেন। এবং এটি ধ্বংস করতে তৎপরতার সঙ্গে মাঠে নামেন। এদিকে গোটা বিষয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে জেলা পুলিশ সুপার জানান, এটি অনেক পুরনো একটি গ্রেনেড। এবং এটি প্রাথমিকভাবে দেখে আন্দাজ করা যাচ্ছে এটি ধ্বংসপ্রাপ্ত। তবে কি করে গ্রেনেটটি ওই স্থানে এলো তা নিয়ে রয়েছে সংশয়। আদালত চত্বরে এরূপ গ্রেনেট উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উদয়পুরে।