বিলোনিয়া আদালতের বিচারক রুহি দাস পালকে শারিরীক নিগ্ৰহের ঘটনায় অভিযুক্ত তিন বামপন্থী নেতা অবশেষে বিলোনিয়া আদালতে আত্মসমর্পণ করেন । হরতালের নামে ২০১৫ সালের বামপন্থী তিন নেতা বাবুল দেবনাথ, তাপস দত্ত ও ত্রিলোক সিনহা সহ আরো অন্যান্যরা আদালতে ঢুকে হুজুতি সহ শারীরিক নিগ্ৰহ করে বিচারক রুহি দাস পালকে এমনই অভিযোগে অভিযুক্ত হয়ে সাজা ঘোষণা হয়। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়ে রিট পিটিশন দাখিল করার পর জামিনে মুক্ত হয়। সুপ্রিয় কোর্টের নির্দেশ মোতাবেক শনিবার দুপুরে বিলোনিয়া আদালতে আত্মসমর্পণ করে সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত, বিলোনিয়া বিভাগীয় সিট্যু সভাপতি ত্রিলোক সিনহা ও সারা ভারত কৃষক সভা বিলোনিয়া বিভাগীয় সম্পাদক বাবুল দেবনাথ।
ঘটনা ২/৯/ ২০১৫। বাম ট্রেড ইউনিয়নের ডাকা বন্ধ। সে সময় তৎকালীন বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক সুদীপ পাল স্বত প্রণোদিত মামলা গ্রহণ করে। যার কেস নম্বর Belonia P.S -113/15। পরবর্তী সময়ে বিলোনিয়া আদালতে মামলা করে PRC(WP) – 94/2016. U/S- 448/353/506/34 of IPC. সুপ্রিম কোর্টে শুনানি হবে ১৮ মার্চ। বিলোনিয়া ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোটে যে রায় হয়েছিল তা হল U/S – 448 পরিবর্তিত হয়ে U/S- 447 হয় যেখানে সাজা হয়েছিল দুই মাস এবং U/S – 353 ধারায় সাজা হয়েছিল দুই বছর। একই সাজা বহাল থাকে জর্জ কোর্ট এবং হাইকোর্টে। এ বিষয়ে প্রতিক্রিয়া তুলে ধরেন সরকারি আইনজীবী কিশোর মজুমদার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post মিড ডে মিল নেই স্কুলে! খিদের জ্বালায় ঘরমুখী ছাত্র-ছাত্রীরা!
Next post পুলিশের টাকা আত্মসাৎ করল পুলিশ! আটক ৪ পুলিশ সহ ৫ জন
%d bloggers like this: