মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করল আগরতলা গভঃ নার্সিং কলেজ। চলতি শিক্ষাবর্ষ থেকেই সরকারিভাবে শুরু হতে যাচ্ছে এই কলেজে বিএসসি নার্সিং কোর্স। এদিন প্রদীপ জ্বালিয়ে আইজিএম হাসপাতালের বহুতল ভবনে তৈরি নার্সিং কলেজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে তিনি বলেন, আগামী দিনে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা এবং স্বাস্থ্য শিক্ষাকে আরও সুদৃঢ় করতে সহায়ক হবে এই প্রতিষ্ঠান। ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে স্মার্ট ক্লাস সহ উন্নত প্রযুক্তি গত পরিকাঠামো, হোস্টেল এবং অন্যান্য সুবিধা গড়ে তোলা হয়েছে এই নার্সিং কলেজে। এদিন অনুষ্ঠানে স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন l নার্সিং কলেজ চালু হওয়ায় খুশি রাজ্যের ছাত্র ছাত্রীরা l