দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে কথা। তিনি শুরু থেকেই যোগ-চর্চার উপর বিশেষ গুরুত্ব দিয়ে এসেছেন। শরীর সুস্থ ও সবল রাখার জন্য যোগ-চর্চার উপকারিতা গোটা বিশ্বের কাছে তুলে ধরার জন্য ২০১৫ সাল থেকে ২১ জুন বিশ্ব যোগ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। যোগ-চর্চার উপকারিতার বিষয়গুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভারতীয় সংবাদ মাধ্যমগুলিও বিশেষ ভূমিকা পালন করেছে বিগত বছরগুলিতে। সেই কথা মাথায় রেখে, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে ‘আন্তর্জাতিক যোগ দিবস মিডিয়া সম্মান’ অনুষ্ঠান শুরু করা হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমকে যোগ-চর্চার প্রচারে অবদানের জন্য সম্মানিত করা হয়ে থাকে এই অনুষ্ঠানে। ২০২০ সালে প্রথমবার এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। তারপর কোভিডের কারণে দুই বছর আয়োজিত করা যায়নি। এবার ফের ‘আন্তর্জাতিক যোগ দিবস মিডিয়া সম্মান’ অনুষ্ঠান আয়োজিত করতে চলছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক।শুক্রবার তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর । ২০২৩ সালের ‘আন্তর্জাতিক যোগ দিবস মিডিয়া সম্মান’ অনুষ্ঠানে মোট তিনটি পৃথক ক্যাটেগরিতে সম্মানিত করা হবে সংবাদ মাধ্যম গুলিকে। সংবাদপত্র, টেলিভিশন ও রেডিয়ো – এই তিনটি ক্যাটেগরিতে সম্মান দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ইংরেজি ভাষার সংবাদ মাধ্যম এবং ২২টি ভারতীয় ভাষার সংবাদ মাধ্যম। সংবাদপত্র, টেলিভিশন ও রেডিয়ো – প্রতিটি ক্যাটেগরিতে ১১টি করে সম্মান (পুরস্কার) রয়েছে। শুক্রবার ২০২৩ সালের ‘আন্তর্জাতিক যোগ দিবস মিডিয়া সম্মান’ প্রদান অনুষ্ঠানের কথা ঘোষণা করার সময় যোগ-চর্চার বিশ্বব্যাপী প্রসারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকার কথা উল্লেখ করেন মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদী যেভাবে প্রতি বছর ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা শুরু করেছেন, তাতে বিশ্বজুড়ে স্বাস্থ্য সচেতনতা এক আলাদা মাত্রা নিয়েছে।