আবারো গভীর রাতে রাজধানীতে চুরির ঘটনা ঘটল। ঘটনাটি ঘটে বুধবার গভীর রাতে রামনগর এক নং রোডে । এদিন রাতে চোরের দল রামনগর এক নং রোডস্থিত রবীন্দ্র রেসিডেন্স ফ্ল্যাটে হানা দেয়। সেখানে হানা দিয়ে তিনটি দামি বাইক চুরি করে নিয়ে যায় । বৃহস্পতিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।এরপর প্রাথমিক ভাবে জিজ্ঞাসা বাদের জন্য ফ্ল্যাটে নিরাপত্তার দায়িত্বে থাকা চারজন সিকিউরিটি গার্ডকে থানায় নিয়ে যায় পুলিশ ।একটি চুরির মামলা হাতে নিয়ে গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ । এই চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা।