আবারো গোপন খবরের ভিত্তিতে সাফল্য পেল এন সিসি থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে এন সিসি থানাধীন বিবেকানন্দ আবাসন এলাকায় একটি অটো থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করেছে এন সিসি থানার পুলিশ। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অটো তে থাকা এক ব্যক্তিকে আটক করা হয়েছে l তার নাম হরেন্দ্র রায়।বাড়ি বিহার রাজ্যে l উদ্ধারকৃত গাঁজার বাজার মুল্য প্রায় সাড়ে চার লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক l ধৃত ব্যক্তির বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা নেওয়া হয়েছে l মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে l এখন গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ l