একই ঘটনার পুনরাবৃওি। আবারো রাতের আঁধারে এক বিজেপি কর্মীর পুকুরে বিষ ঢেলে দিল দুষ্কৃতিরা। ঘটনা বৃহস্পতিবার রাতে দক্ষিণ মধুপুর ৩০ কাঠ এলাকায়। এদিন গভীর রাতে দক্ষিণ মধুপুর এলাকার রতন সরকারের পুকুরে কে বা কারা বিষ ঢেলে দেয়। তাতে পুকুরে থাকা মাছের মৃত্যু হয়।শুক্রবার এই ঘটনা প্রকাশ্যে আসে। এবিষয়ে পুকুরের মালিক রতন সরকার নাম না করে কংগ্রেস দলের কর্মীদেরকে দায়ী করছেন।তিনি জানান, নির্বাচনের আগে কংগ্রেস দলের পক্ষ থেকে তাকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়েছিল কংগ্রেস দলে যোগদানের করার জন্য । কিন্তু তিনি রাজি হননি। অভিযোগ এরজন্যই হয়তো শত্রুতামি করে তার পুকুরে বিষ দেওয়া হয় । তাতে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফিশারী দপ্তরের কর্মী সহ এলাকার মেম্বার ও প্রধান। মধুপুর থানায় মামলা করবেন পুকুরের মালিক। তিনি প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনায় মাথায় হাত পুকুর মালিকের